IsDB-BISEW আইটি স্কলারশিপ প্রোগ্রামে সম্পূর্ণ বিনামূল্যে পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদান করে। এই প্রোগ্রামটি উনিশ বছর ধরে চলছে। এই প্রোগ্রামের উদ্দেশ্য মেধাবী মুসলিম প্রার্থীদেরকে আর্ন্তজাতিক স্থরের পেশাদার আইটি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রোগ্রামটি এ পযর্ন্ত ১৭,২৭৬ জন আইটি প্রপেশনাল তৈরী করেছে যারা দেশে এবং বিদেশের ৩২৫৪টির ও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছে।
Apply Link: https://apply.isdb-bisew.info/
আবেদন ফি: ১০০ টাকা
সুবিধা সমূহ
- সম্পূর্ণ ফ্রিতে কোস
- সফলভাবে কোর্স সম্পন্নকারীদের কর্মসংস্থানের ব্যবস্থা
- ইন্টারন্যাশনালি স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সুযোগ
আবেদনকারীদের যোগ্যতা সমূহ
- স্নাতক/ফাজিল/মাস্টার্স/কামিল পাশ অথবা মাস্টার্স/কামিল অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে I
- ৪-বছর মেয়াদী ডিপ্লোমাইন-ইঞ্জিনিয়ারিং (শুধুমাত্র কম্পিউটার/ টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স/ সিভিল/ আর্কিটেকচার/ সার্ভে/ কন্সট্রাকশন) পাস প্রার্থীরা আবেদন করতে পারবে ।
- বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, বিএসসি ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং আইনজীবীরা আবেদন করতে পারবে না