বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন
বাংলাদেশ বিমান বাহিনীতে ৯২তম বিএএফএ কোর্স (92 BAFA COURSE)-এ অফিসার ক্যাডেট পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
নিয়োগের বিস্তারিত তথ্য:
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
পদের নাম: অফিসার ক্যাডেট ৯২ বিএএফএ কোর্স
যোগদানের সম্ভাব্য তারিখ: ২৩ জুন ২০২৫
যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা:
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ (বিজ্ঞান বিভাগ বাধ্যতামূলক)।
- জিসিই (O-Level) ও (A-Level) শিক্ষার্থীদের জন্য:
- O-Level-এ ন্যূনতম ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে A গ্রেড ও ৩টিতে B গ্রেড।
- A-Level-এ ন্যূনতম ২টি বিষয়ের মধ্যে B গ্রেড থাকতে হবে।
- ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতা:
- পুরুষ প্রার্থীদের জন্য: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি, স্ফীত ৩২ ইঞ্চি।
- মহিলা প্রার্থীদের জন্য: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত বয়স: ১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৬.৫ থেকে ২১ বছর। (সশস্ত্র বাহিনীতে কর্মরতদের জন্য ১৮-২৩ বছর)।
নির্বাচন প্রক্রিয়া:
১. লিখিত পরীক্ষা: ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং আইকিউ। 2. স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য। 3. আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (ISSB) পরীক্ষা। 4. চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা।
প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা:
- নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
- প্রশিক্ষণ শেষে বিভিন্ন বিভাগে পদায়ন করা হবে।
- সরকারি নিয়ম অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়মাবলী:
- আবেদনের শেষ তারিখ: ০১ নভেম্বর ২০২৪ থেকে ০৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত।
- আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে।
- ওয়েবসাইট: https://joinairforce.baf.mil.bd
- আবেদন ফি: ৭০০ টাকা (অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধযোগ্য)।
- প্রয়োজনীয় কাগজপত্র: শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্ম সনদ, নাগরিকত্ব সনদ, সদ্য তোলা ছবি।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস
হেল্পডেস্ক: ০১৭৬৯-৯৯০৮৮০ (সকাল ৮.০০ – দুপুর ২.৩০ পর্যন্ত)
ইমেইল: helpdesk@baf.mil.bd
ফেসবুক পেজ: facebook.com/BDAirForceOfficial
আগ্রহী প্রার্থীদের যথাসময়ে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
