বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯টি ক্যাটাগরির বিভিন্ন পদে দক্ষ ও যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ই-মেইলের মাধ্যমে সিভি পাঠাতে হবে।
নিয়োগের বিস্তারিত
১. হেড অব আইসিসিডি (এসভিপি/ইভিপি)
- পদসংখ্যা: ১
- যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
- অভিজ্ঞতা: ২০ বছর, যার মধ্যে হেড অব আইসিসিডি/হেড অব আইসিসি পদে কমপক্ষে ৫ বছর।
- বয়স: সর্বোচ্চ ৫০ বছর।
২. হেড অব অ্যান্টি মানিলন্ডারিং (এএমএল) (ভিপি/এসভিপি)
- পদসংখ্যা: ১
- যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
- অভিজ্ঞতা: ১৬ বছর, যার মধ্যে হেড অব এএমএল/হেড অব এএমএল অপারেশনস পদে কমপক্ষে ৫ বছর।
- বয়স: সর্বোচ্চ ৪৮ বছর।
৩. চিফ লিগ্যাল অফিসার (ভিপি/এসভিপি)
- পদসংখ্যা: ১
- যোগ্যতা: এলএলবি ও এলএলএম ডিগ্রি। হাইকোর্ট বিভাগের সদস্যপদ থাকতে হবে।
- অভিজ্ঞতা: ১৬ বছর, যার মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে লিগ্যাল অফিসার পদে অন্তত ৫ বছর।
- বয়স: সর্বোচ্চ ৪৮ বছর।
৪. হেড অব আইটি (এসভিপি/ইভিপি)
- পদসংখ্যা: ১
- যোগ্যতা: আইটি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
- অভিজ্ঞতা: ১৮ বছর, যার মধ্যে হেড অব আইটি পদে অন্তত ৫ বছর।
- বয়স: সর্বোচ্চ ৫০ বছর।
৫. হেড অব জিএসডি (ভিপি/এসভিপি)
- পদসংখ্যা: ১
- যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
- অভিজ্ঞতা: ১৬ বছর, যার মধ্যে হেড অব জিএসডি পদে অন্তত ৫ বছর।
- বয়স: সর্বোচ্চ ৪৮ বছর।
৬. হেড অব কার্ডস (ভিপি/এসএভিপি)
- পদসংখ্যা: ১
- যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
- অভিজ্ঞতা: ১৬ বছর, যার মধ্যে হেড অব কার্ড ডিভিশন পদে অন্তত ৫ বছর।
- বয়স: সর্বোচ্চ ৪৮ বছর।
৭. বিল্ডিং মেইনটেন্যান্স অফিসার (এভিপি/এসএভিপি)
- পদসংখ্যা: ১
- যোগ্যতা: সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং।
- অভিজ্ঞতা: ১৫ বছর।
- বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।
৮. হেড অব ব্রাঞ্চ (এফএভিপি–ভিপি) (চট্টগ্রাম/খুলনা/সিলেট/নোয়াখালী রিজিওন)
- পদসংখ্যা: অনির্ধারিত
- যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
- অভিজ্ঞতা: ১২-১৮ বছর, যার মধ্যে হেড অব ব্রাঞ্চ পদে অন্তত ৫ বছর।
- বয়স: সর্বোচ্চ ৪৮ বছর।
৯. রিসিপশনিস্ট (নারী)
- পদসংখ্যা: অনির্ধারিত
- যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
- অভিজ্ঞতা: রিসিপশনিস্ট বা ফ্রন্ট ডেস্কে ৩ বছর।
- অতিরিক্ত যোগ্যতা: ইংরেজিতে সাবলীল ও ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।
- বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের career@standardbankbd.com ঠিকানায় জীবনবৃত্তান্ত ই-মেইল করতে হবে।
⏳ আবেদনের শেষ সময়: ৬ ফেব্রুয়ারি ২০২৫।
