ভোটার হতে কি কি লাগবে

ভোটার হতে কি কি লাগবে

২০২৫ এ ভোটার হালনাগাদ কার্যক্রমে যাদের জন্ম ৩১/১২/২০০৭ এর পূর্বে সকলেই নিম্নে উল্লেখিত কাগজগুলো সংগ্রহ এবং প্রদানের মাধ্যমে নিজ নিজ উপজেলায় দায়িত্ব প্রাপ্তদের মাধ্যমে ভোটার হতে পারবেন।

ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  • ১) অনলাইন জন্মনিবন্ধন সনদের ফটোকপি
  • ২) পিতা মাতার NID কার্ডের ফটোকপি
  • ৩) পিতা/মাতা মৃত হলে মৃত্যু সনদ এর ফটেকাপি
  • ৪) আপন ভাই, বোন, চাচা, ফুফূ হতে যে কোন ৩ জনের NID কার্ডের ফটোকপি
  • ৫) শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি (যদি থাকে)
  • ৬) রক্তের গ্রুপের রিপোর্ট কপি
  • ৭) নিজ জায়গার খতিয়ান/দলিল, ভূমিহীন হলে (ভূমিহীন সনদ) এর কপি
  • ৮) অনলাইন জাতীয়তা সনদ এর কপি
  • ৯) বিদ্যুৎ বিল/হোল্ডিং টেক্স এর রশিদ
  • ১০) বিবাহিত মহিলার ক্ষেত্রে কাবিন নামা ও স্বামীর NID ফটোকপি

কিছুক্ষেত্রে অতিরিক্ত নিম্নের কাগজসমূহ লাগতে পারে

  • বিদেশে অবস্থানরত হলে ভোটার না হওয়ার কারণ সম্পর্কিত প্রত্যয়নপত্র এবং অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি
  • বিদেশি নাগরিকত্ব নেই মর্মে প্রত্যয়নপত্র
  • প্রবাসী হলে পাসপোর্টের সত্যায়িত কপি
  • অনলাইন ভোটার প্রত্যয়নপত্র (স্মারক ও তারিখসহ মূল কপি)
  • প্রয়োজনে পেশাগত পরিচয়পত্র, যেমন ট্রেড লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি

নিবন্ধন প্রক্রিয়া:

  • ভোটার নিবন্ধন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে।
  • ফরমটি সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা চেয়ারম্যানের মাধ্যমে সত্যায়িত করতে হবে।
  • দ্বৈত ভোটার হওয়া থেকে বিরত থাকার জন্য প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করতে হবে।
  • যাচাই-বাছাই শেষে নির্ধারিত কেন্দ্রে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে।
  • চূড়ান্ত তালিকায় নাম অন্তর্ভুক্ত হলে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা যাবে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *