বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। Join Bangladesh Army

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। Join Bangladesh Army

বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড-২ (বিশেষ পেশায়) শাখায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ ২০২৫ পর্যন্ত।

পদসমূহ

  • কুক (মেস)
  • কুক (ইউনিট)
  • কুক (হাসপাতাল)
  • ব্যান্ডসম্যান
  • পেইন্টার অ্যান্ড ডেকোরেটর
  • পেইন্টার
  • কার্পেন্টার
  • টিন স্মিথ

যোগ্যতা

  • এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০।
  • জিপিএ ৩.০০ বা তার বেশি হলে ট্রেড-১ এ স্থানান্তরের সুযোগ।
  • কুক পদের জন্য রান্নায় পারদর্শিতা আবশ্যক।
  • ব্যান্ডসম্যান পদের জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা থাকতে হবে (ড্রাম, ব্রাসব্যান্ড, ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রাম্পেট)।
  • পেইন্টার/পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পদের জন্য পেইন্টিংয়ে দক্ষতা।
  • কার্পেন্টার পদের জন্য কাঠমিস্ত্রির কাজে দক্ষতা।
  • টিন স্মিথ পদের জন্য ঝালাই কাজে দক্ষতা।

বয়সসীমা

  • ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭ থেকে ২০ বছর।
  • কুক পদের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের জন্য ১ বছর বয়স শিথিলযোগ্য।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী:

  • উচ্চতা: ৫ ফুট ৫ ইঞ্চি (ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ৫ ফুট ৪ ইঞ্চি)।
  • ওজন: ন্যূনতম ৪৯.৯০ কেজি।
  • বুকের মাপ: স্বাভাবিক ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।

নারী প্রার্থী:

  • উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি (ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ৫ ফুট)।
  • ওজন: ন্যূনতম ৪৭ কেজি।
  • বুকের মাপ: স্বাভাবিক ২৮ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।

অতিরিক্ত শর্ত:

  • নারী ও পুরুষ উভয় প্রার্থীর অবশ্যই সাঁতার জানা থাকতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা মোবাইলের খুদে বার্তা (SMS) ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

SMS পদ্ধতিতে আবেদন:

  • প্রথমে টেলিটক প্রিপেইড সিম থেকে SMS পাঠাতে হবে।
  • মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: Sainik <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <পাসের সাল> <জেলা কোড> <ট্রেড কোড> এবং ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
  • তথ্য যাচাই-বাছাইয়ের পর ফিরতি SMS-এ পিন নম্বর পাঠানো হবে।
  • পিন নম্বর পেয়ে পুনরায় SMS পাঠিয়ে ৩০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
  • এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে, যা দিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
  • আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি আপলোড করতে হবে।
  • আবেদন ফরম পূরণের পর প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।
  • আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে না পারলে পরে আর করা যাবে না।

যোগাযোগ:

  • প্রয়োজনে: ০১৫০০১২১১২১ (যেকোনো অপারেটর থেকে কল করা যাবে)।
  • ই-মেইল: sainik@teletalk.com.bd

নির্বাচন প্রক্রিয়া

  • স্বাস্থ্য পরীক্ষা
  • শারীরিক পরীক্ষা
  • লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা)
  • সাক্ষাৎকার
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *