বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা এর অধীনে ২৫টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
বিদ্রঃ উক্ত বিজ্ঞপ্তিটি সকল বিভাগের জন্য নয়। তাই আবেদন করার পূর্বে নিছে সংযুক্ত পিডিএফটি দেখে নিন
🔹 পদের বিবরণ:
ক্র. | পদের নাম | পদ সংখ্যা | বেতন স্কেল (৳) | শিক্ষাগত যোগ্যতা |
---|---|---|---|---|
১ | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৩৮ | ৯,৩০০-২২,৪৯০ | এইচএসসি/সমমান ও কম্পিউটার দক্ষতা |
২ | নিম্নমান সহকারী | ১১ | ৯,৩০০-২২,৪৯০ | এইচএসসি/সমমান |
৩ | পোস্টম্যান | ৩১ | ৮,৮০০-২১,৩১০ | এসএসসি/সমমান |
৪ | প্যাকেট পোর্টার | ০৫ | ৮,২৫০-২০,০১০ | অষ্টম শ্রেণি |
৫ | দারোয়ান | ০৪ | ৮,২৫০-২০,০১০ | অষ্টম শ্রেণি |
৬ | আর্দালি | ০২ | ৮,২৫০-২০,০১০ | অষ্টম শ্রেণি |
৭ | ঝাড়ুদার | ০১ | ৮,২৫০-২০,০১০ | অষ্টম শ্রেণি |
৮ | সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | ০৩ | ১০,২০০-২৪,৬৮০ | এইচএসসি ও কম্পিউটার দক্ষতা |
৯ | উচ্চমান সহকারী | ০৪ | ১০,২০০-২৪,৬৮০ | এইচএসসি |
১০ | গাড়িচালক | ০২ | ৯,৭০০-২৩,৪৯০ | অষ্টম শ্রেণি ও ড্রাইভিং লাইসেন্স |
১১ | ইলেকট্রিশিয়ান | ০১ | ৯,৭০০-২৩,৪৯০ | এসএসসি ও অভিজ্ঞতা |
১২ | অফিস সহায়ক | ১০ | ৮,২৫০-২০,০১০ | অষ্টম শ্রেণি |
১৩ | নিরাপত্তা প্রহরী | ০৫ | ৮,২৫০-২০,০১০ | অষ্টম শ্রেণি |
১৪ | মালি | ০৩ | ৮,২৫০-২০,০১০ | অষ্টম শ্রেণি |
১৫ | রান্না বাবুর্চি | ০২ | ৮,২৫০-২০,০১০ | অষ্টম শ্রেণি ও অভিজ্ঞতা |
১৬ | গার্ড | ০৩ | ৮,২৫০-২০,০১০ | অষ্টম শ্রেণি |
১৭ | ল্যাব সহকারী | ০১ | ৯,৩০০-২২,৪৯০ | এসএসসি |
১৮ | পরিচ্ছন্নতাকর্মী | ০২ | ৮,২৫০-২০,০১০ | অষ্টম শ্রেণি |
১৯ | স্টোর কিপার | ০১ | ৯,৩০০-২২,৪৯০ | এইচএসসি |
২০ | ফায়ারম্যান | ০২ | ৮,৮০০-২১,৩১০ | এসএসসি |
২১ | ফিল্ড সহকারী | ০৩ | ৯,৩০০-২২,৪৯০ | এইচএসসি |
২২ | ওয়ার্ড বয় | ০১ | ৮,২৫০-২০,০১০ | অষ্টম শ্রেণি |
২৩ | কেয়ারটেকার | ০১ | ৯,৩০০-২২,৪৯০ | এইচএসসি |
২৪ | অফিস এটেনডেন্ট | ০৩ | ৮,২৫০-২০,০১০ | অষ্টম শ্রেণি |
২৫ | মেসওয়েটার | ০১ | ৮,২৫০-২০,০১০ | অষ্টম শ্রেণি |
🔹 আবেদন প্রক্রিয়া:
✅ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে।
✅ আবেদন করতে ভিজিট করুন: http://pmgsc.teletalk.com.bd
✅ আবেদন শুরুর তারিখ: [শুরুর তারিখ]
✅ আবেদন শেষের তারিখ: [শেষের তারিখ]
🔹 পরীক্ষার ফি ও পেমেন্ট:
📌 পরীক্ষার ফি:
- ১ম ও ১২তম পদের জন্য ১১২/- টাকা
- ১৩তম থেকে ২৫তম পদের জন্য ৫৬/- টাকা
📌 পেমেন্ট পদ্ধতি: - টেলিটক প্রিপেইড মোবাইল থেকে SMS এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
- SMS ১:
PMGSC <space> User ID
পাঠাতে হবে 16222 নম্বরে। - SMS ২: ফিরতি SMS এ প্রাপ্ত PIN দিয়ে
PMGSC <space> YES <space> PIN
পাঠাতে হবে 16222 নম্বরে।
🔹 প্রয়োজনীয় নথিপত্র:
✔ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০KB)
✔ স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০KB)
✔ শিক্ষাগত যোগ্যতার সনদ
✔ জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ
🔹 গুরুত্বপূর্ণ নির্দেশনা:
✔ আবেদনপত্রে ভুল তথ্য দিলে তা বাতিল বলে গণ্য হবে।
✔ কেবল প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
✔ নিয়োগ সংক্রান্ত সকল তথ্য www.pmgkhulna.bdpost.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
📢 বিস্তারিত জানতে ও আবেদন করতে:
🌐 ওয়েবসাইট: http://pmgsc.teletalk.com.bd
এই নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা থেকে প্রাপ্ত। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে অনুরোধ করা হচ্ছে।