জনবল নিয়োগ দিবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। Rangamati Job Circular 2025

জনবল নিয়োগ দিবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। Rangamati Job Circular 2025

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং ERRD – CHT, UNDP কর্তৃক যৌথভাবে সম্পাদিত (LOA) এর আওতায় Community Resilience through Locally led Inclusive Adaptation (CoRLIA) কম্পোনেন্টের সকল উপজেলায় এলাকা ভিত্তিক ৩০ (ত্রিশ) জন Local Resilience Facilitator (LRF) সেশন পরিচালনা ও প্রয়োজনীয় কার্য সম্পাদনের জন্য অস্থায়ীভিত্তিতে নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত শর্তাদি প্রতিপালন স্বাপেক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


উপজেলা ভিত্তিক পদ বিভাজন: ৩০ জন (প্রকল্পের উপজেলা ভিত্তিক কর্ম এলাকার উপর ভিত্তি করে সংখ্যা নির্ধারিত হবে।
বয়স সীমা: ২৫-৫০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী হইতে এইচ.এস.সি পাশ হতে হবে।
মাসিক ভাতা: ৬,০০০/- (ছয় হাজার) টাকা।
কর্ম এলাকা: ইউনিয়ন/পাড়া পর্যায়ে।


শর্তাবলী:
১. প্রার্থীকে সংযুক্ত Job Description/কাজের বিবরণী মোতাবেক শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা থাকতে হবে এবং সংযুক্ত ক্লাস্টার অনুযায়ী চাকুরীর পর কার্য সম্পাদন করতে হবে। চাকুরীর মেয়াদ ও সম্মানী LoA মোতাবেক প্রযোজ্য হবে
২. প্রার্থীকে সাদা কাগজে “মাননীয় চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ” এর বরাবরে চাকুরীর জন্য দরখাস্ত করতে হবে। দরখাস্ত আগামী ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের CORLIA প্রকল্প কার্যালয় (নিচ তলা) অথবা ০১৮২১২২৯৬২২/০১৮৯০৮৬১৩০৯/০১৮৪৬৫৩৭৭৭২/০১৮৬৫৭৬৫২৫৪/০১৮২১০৩৭৩৪৬ মোবাইল নম্বরে যোগাযোগ করে জমা প্রদান করতে হবে।
৩. চাকুরী প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ইউনিয়ন পরিষদ/পৌরসভা হতে স্থায়ী বাসিন্দার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি এবং অভিজ্ঞতা সনদপত্র (যদি থাকে) দরখাস্তের সাথে দাখিল করতে হবে।
৪. চাকুরী প্রার্থীদের দাখিলকৃত দরখাস্ত যাচাই বাছাইয়ের পর বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা গ্রহণের মাধ্যমে চূড়ান্ত প্রর্থী নির্বাচন করা হবে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *