প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারী ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এ নিম্নেবর্ণিত শূন্য পদসমূহে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে
আবেদন শুরুঃ ২৫ ফেব্রুয়ারী ২০২৫
আবেদনের শেষ তারিখঃ ১৭ মার্চ ২০২৫
আবেদন ফিঃ ১- ৫ নং পদের জন্য ১১২ টাকা এবং ৬ হতে ৯ নং পদের জন্য ৫৬ টাকা
আবেদনের লিংকঃ http://mes.teletalk.com.bd/
নং | পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
---|---|---|---|
০১ | উচ্চমান সহকারী (ইউডিএ) | ০৮ | স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা |
০২ | ড্রাফটসম্যান ক্লাস ‘সি’ | ০৮ | উচ্চ মাধ্যমিক বা সমমান, ড্রাফটসম্যানশিপে ৬ মাসের কোর্স, অটোক্যাড কোর্স সম্পন্ন |
০৩ | অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৪০ | উচ্চ মাধ্যমিক বা সমমান, ১ বছরের কম্পিউটার অভিজ্ঞতা, বাংলা ও ইংরেজি টাইপিং গতি (২০/২০ শব্দ) |
০৪ | স্টোরম্যান | ২১ | উচ্চ মাধ্যমিক বা সমমান, কম্পিউটার পরিচালনায় ১ বছরের অভিজ্ঞতা |
০৫ | এমটি ড্রাইভার | ১৯ | মাধ্যমিক বা সমমান, বৈধ ড্রাইভিং লাইসেন্স, ৩ বছরের অভিজ্ঞতা |
০৬ | ফটোকপি অপারেটর | ০৩ | উচ্চ মাধ্যমিক বা সমমান, ফটোকপি মেশিন চালনার অভিজ্ঞতা, কম্পিউটার ব্যবহারে দক্ষতা |
০৭ | অফিস সহায়ক | ১৭ | মাধ্যমিক বা সমমান |
০৮ | নিরাপত্তা প্রহরী | ১৬ | মাধ্যমিক বা সমমান |
০৯ | পরিচ্ছন্নতা কর্মী | ০২ | অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) |
বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি গুলো দেখুন:



