চট্রগ্রামের আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাইলফলক শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভার (চট্রগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে)-এর টোল ব্যবস্থাপনার দায়িত্ব এবার ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) গ্রহণ করেছে। চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর সঙ্গে স্বাক্ষরিত পার্টনারশীপ চুক্তির মাধ্যমে ইবিএল টোল সংগ্রহের স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করবে।
চুক্তি স্বাক্ষর ও দায়িত্ব গ্রহণ
আজ চট্রগ্রামের আগ্রাবাদ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার।
পার্টনারশীপ চুক্তির অধীনে, লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্বয়ংক্রিয় টোলবুথগুলোর টোল সংগ্রহ ও তদারকি করবে ইস্টার্ন ব্যাংক। সংগৃহীত অর্থ সিডিএ কর্তৃক নির্ধারিত ইবিএল অ্যাকাউন্টে জমা করা হবে, যা আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করবে এবং অপারেশনাল দক্ষতা বৃদ্ধি পাবে।
ডিজিটাল সমাধান ও যানজট হ্রাসের প্রতিশ্রুতি
ইবিএল আধুনিক ডিজিটাল টোল সংগ্রহ পদ্ধতি ব্যবহার করবে, যা যানজট হ্রাসে সহায়ক হবে। ব্যাঙ্কটি সিডিএর সঙ্গে সমন্বয় করে দ্রুত ও কার্যকর টোল ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সমাধান প্রদান করবে।
নেতৃবৃন্দের বক্তব্য
অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম বলেন,
“ইস্টার্ন ব্যাংকের সঙ্গে পার্টনারশীপের ফলে আমাদের টোল ব্যবস্থাপনা অধিক কার্যকর হবে। এতে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে, যা চট্রগ্রামের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।”
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন,
“আমাদের ব্যাংকিং এক্সপার্টাইজ এবং ডিজিটাল সমাধান ব্যবহার করে টোল সংগ্রহ ব্যবস্থাকে শৃঙ্খলিত ও আধুনিক করতে পারাটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর মাধ্যমে স্মার্ট অবকাঠামো ও নিরবিচ্ছিন্ন আর্থিক সেবায় আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে।”
উপস্থিত অতিথিরা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
- সিডিএ প্রকল্প প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান
- সিডিএ সেক্রেটারি রবীন্দ্র চাকমা
- ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার
- ইবিএল আঞ্চলিক শাখা প্রধান মেসবাহ উদ্দীন আহমেদ
- ইবিএল কর্পোরেট ব্যবসা চট্রগ্রাম প্রধান সঞ্জয় দাস
সহ দুই প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা।
চট্টগ্রামের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
এই পার্টনারশীপ চট্টগ্রামের পরিবহণ অবকাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকীকরণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইস্টার্ন ব্যাংকের অভিজ্ঞতা ও প্রযুক্তি ব্যবহার করে টোল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি আনতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
আপনার মতামত জানান! চট্টগ্রামের নতুন এই টোল ব্যবস্থাপনা কেমন হবে বলে আপনি মনে করেন? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত!