আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয় এবং এর অধীন সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড অফিস ও জেলা লিগ্যাল এইড অফিসসমূহের জন্য নিম্নবর্ণিত শূন্য পদসমূহে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা হচ্ছে:
প্রতিষ্ঠানের নাম: আইন ও বিচার বিভাগ
চাকরির ধরণ: সরকারি চাকরি
মোট পদ: ০৮
মোট জনবল: ২৯ জন
আবেদনের প্রক্রিয়া: অনলাইন
আবেদনের শুরু: ৩ মার্চ, ২০২৫
আবেদনের শেষ তারিখ: ৬ এপ্রিল, ২০২৫
অফিসিয়াল ওয়েবসাইট: http://nlaso.teletalk.com.bd/ অথবা আইন ও বিচার বিভাগ এর ওয়েবসাইট।
পদের নাম ও সংখ্যা
- সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার: ০১টি
- শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ।
- গ্রেড: ০৯
- কর্মস্থল: সংস্থার প্রধান কার্যালয়, ঢাকা।
- বেতন: ২২,০০০-৫৩,০৬০/- টাকা।
- আইনি পরামর্শ কর্মকর্তা (চুক্তিভিত্তিক): ০৬টি
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে এলএলবি (সম্মান) বা সমমানের ডিগ্রী থাকতে হবে। আইনজীবী হিসাবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকারপ্রাপ্ত হবেন এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে অন্যূন ৩ (তিন) মাসের প্রশিক্ষণ থাকতে হবে।
- কর্মস্থল: সংস্থার প্রধান কার্যালয়, ঢাকা।
- বেতন: ৪০,০০০/- টাকা (মাসিক)।
- সাঁট মুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০১টি
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে; মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপত্র থাকতে হবে।
- গ্রেড: ১৪
- কর্মস্থল: সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা।
- বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
- অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর: ০২টি
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রীসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে অন্যূন এক বৎসরের ডিপ্লোমা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিংসহ টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
- গ্রেড: ১৬
- কর্মস্থল: সংস্থার প্রধান কার্যালয়, ঢাকা।
- বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
- অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০২টি
- শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ওয়ার্ড প্রসেসিংসহ টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- গ্রেড: ১৬
- কর্মস্থল: যে কোনো জেলা লিগ্যাল এইড অফিস।
- বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
- বেঞ্চ সহকারী: ০১টি
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ওয়ার্ড প্রসেসিংসহ টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দের এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- গ্রেড: ১৬
- কর্মস্থল: যে কোনো জেলা লিগ্যাল এইড অফিস।
- বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
- জারীকারক: ১১টি
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে।
- গ্রেড: ১৬
- কর্মস্থল: যে কোনো জেলা লিগ্যাল এইড অফিস।
- বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
- অফিস সহায়ক: ০৫টি
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- গ্রেড: ২০
- কর্মস্থল: সংস্থার প্রধান কার্যালয়, ঢাকা।
- বেতন: ৮,২৫০-২০,০১০/- টাকা।
অন্যান্য শর্তাবলী
- ১ মার্চ, ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
- মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
- সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
- লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
আবেদন ফি
- ক্রমিক ১-২ এ উল্লিখিত পদের জন্য ২২৩/- টাকা।
- ক্রমিক ৩-৬ এ উল্লিখিত পদের জন্য ১১২/- টাকা।
- ক্রমিক ৭-৮ এ উল্লিখিত পদের জন্য ৫৬/- টাকা।
আবেদন ফি টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলী
- আগ্রহী প্রার্থীগণ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন: http://nlaso.teletalk.com.bd/
- Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩ মার্চ, ২০২৫ (সকাল ১০:০০)।
- Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৬ এপ্রিল, ২০২৫ (বিকাল ০৫:০০)।
- উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
- Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবি সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
SMS প্রেরণের নিয়মাবলী:
- প্রথম SMS: NLASO User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
(উদাহরণ: NLASO ABCDEF) - দ্বিতীয় SMS: NLASO Yes PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
(উদাহরণ: NLASO YES XXXXXXXX)
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে অথবা প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।



